ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ডিসেম্বরে বিয়ে করছেন সাইনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮

এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সাইনা নেহাল। দীর্ঘদিন ধরেই ভারতের এই প্রমীলা ব্যাডমিন্টন খেলোয়াড়ের বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি যাচ্ছে। আগামী ডিসেম্বরেই বিয়ে তার। পাত্র তারই সতীর্থ পারুপাল্লি কাশ্যপ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর চার হাত এক হতে যাচ্ছে তাদের। বিয়ের অনুষ্ঠান হবে হায়দরাবাদে। তবে বিয়ের অনুষ্ঠান হবে খুবই সাধারণ ভাবে। দুই পরিবারের ঘনিষ্ঠ ১০০ জন থাকবেন এই অনুষ্ঠানে। তবে বিবাহোত্তর সংবর্ধনা হবে বড় করে। ২১ ডিসেম্বর হবে সাইনা-কাশ্যপের বিবাহোত্তর পার্টি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সাইনা-কাশ্যপ প্রেম করছেন। তাদের পরিবারও বিষয়টি জানতেন। ২০০৫ সালে গোপীচাঁদ একাডেমিতে প্রথম দেখা হয় তাদের। সেখান থেকেই প্রেমের সূত্রপাত।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি