ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এক নজরে এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং জুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:২৬, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ইনজুরিতে আক্রান্ত হয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেই বিদায় নেন দেশসেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। এরপর থেকে টানা চারম্যাচে ওপেনিং জুটি ভুগিয়েছে টাইগারদের। তবে শেষ ম্যাচে লিটন দাসের ব্যাটে হাসি ফুটায়, ওপেনিং জুটিতে বড় সংগ্রহ পেয়েছে টিম বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে ওপেনিং জুটিতে ১২০ রানে তোলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১৩৫ রান। আসুন দেখে নেওয়া যাক এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং জুটিতে কত রান তুলেছেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লিটন-তামিমের জুটি থেকে এসেছিল মাত্র ১ রান।
পরের ম্যাচে আফগানিস্তান ম্যাচে লিটন-শান্ত জুটি থেকে এসেছিল ১৫ রান।
সুপার ফোর পর্বে একই জুটি থেকে ১৫ রান। পরের ম্যাচেও সেই জুটি থেকে এসেছিল ১৬ রান।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত ফাইনালে লিটন-সৌম্য মিলে করেছিলেন ৫ রান                                          আর সর্বশেষ ম্যাচে (ফাইনালে) ওপেনিং জুটি রান তুলেছেন ১২০ রান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি