ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ওয়ানডে রাঙ্কিংয়ে মুস্তাফিজের উন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:১৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

মুস্তাফিজ বোলিংযে  প্রতিনিয়তই নিজেকে প্রমাণ করে চলেছেন।  এশিয়া কাপে ছড়িয়েছেন আলোক দ্যুতি। তারই  ছাপ পড়েছে  রাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে বোলারদের রাঙ্কিংয়ে  উঠে এসেছেন ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে।

এছাড়া মাশরাফি বিন মুর্তজা ২৭ নম্বরে আছেন । ২৯ নম্বরে সাকিব আল হাসান। এশিয়া কাপে দারুণ বোলিং করা রুবেল হোসেন ৪২ নম্বরে আছেন।

শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। দুই নম্বরে আছেন রশিদ। তিন ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন কুলদীপ। তামিম ইকবাল ব্যাটসম্যানদের  রাঙ্কিংয়ে  ১৪ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ১৬  নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। সেরা বিশে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ২৯ নম্বরে আছেন সাকিব। আরেক ব্যাটিং ভরসা মাহমুদউল্লাহ ৪০ নম্বরে।

এশিয়া কাপে বিশ্রামে থাকা ভারতের বিরাট কোহলি ধরে রেখেছেন ব্যাটসম্যানদের রাঙ্কিংয়ের শীর্ষস্থান। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। তিনে আছেন ইংল্যান্ডের জো রুট।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি