ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আজ ফিলিপাইনের মুখোমুখি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৫ অক্টোবর ২০১৮

এক ম্যাচ হাতে রেখেই বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। গত ম্যাচে লাওসকে হারিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করে তারা। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিলিপাইনের মুখোমুখি হবে স্বাগতিকরা। শুক্রবার নিয়ম রক্ষার ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এই ম্যাচ।

আসরের প্রথম ম্যাচেই লাওসকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে বাংলাদেশ। রাইট উইঙ্গার বিপলু আহমেদের পা থেকে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোল পায় বাংলাদেশ। কিন্তু সেটি আর শোধ করতে পারেনি লাওস। গত বুধবার ফিলিপাইনস ‘বি’ দলের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে লাওস। ফলে নকআউট পর্বে নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও ফিলিপাইনস ‘বি’ দলের খেলা। আজ শুক্রবার তাই নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে এই দুই দল।

সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় আজ দলে পরিবর্তন আসতে পারে। দেখা যেতে পারে রক্ষণভাগের খেলোয়াড় রহমত মিয়া ও সুশান্ত ত্রিপুরাকে। আর এমনটা হলে বসতে হবে বিশ্বনাথ ঘোষ ও ওয়ালী ফয়সালকে। তবে ওয়ালী বলেছেন, আমাদের কাছে প্রতিটি ম্যাচ একই রকম গুরুত্বপূর্ণ। সাফের ভুল আমরা এই টুর্নামেন্টে করতে চাই না।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় দল এ পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে ফিলিপাইনের। যার একটি বাংলাদেশ অপরটি জিতেছে ফিলিপাইন। আজ যারা জিতবে সেমিফাইনালে তাদের সামনে পড়বে ‘এ’ গ্রুপ রানার্সআপ ফিলিস্তিন কিংবা তাজিকিস্তান। তাই রানার্সআপদের প্রতিপক্ষ এই দুই দলের যে কেউ।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি