ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিজ ইচ্ছায় এশিয়া কাপ খেলেছে সাকিব: পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৯ অক্টোবর ২০১৮

সাকিব আল হাসানের আঙ্গুলের এমন করুণ অবস্থার জন্য দায়ী কে বা কারা? সত্যিই কি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের পিড়াপিড়িতেই এশিয়া কাপে খেলতে মাঠে নেমেছিলেন সাকিব? এমন নানা কৌতুহলি প্রশ্ন ভক্ত এবং সমর্থক মহলে। যার দিকে প্রশ্নের তীর সেই বিসিবি বিগ বস জানালেন, কারো চাপে কিংবা অনুরোধে সাকিব এশিয়া কাপ খেলতে নামেনি। সে নিজের ইচ্ছে এবং গরজেই খেলেছে বলে জানালেন পাপন।

মঙ্গলবার সকালে গুলশানে নিজ বাসভবনে স্থানীয় প্রচার মাধ্যমের সঙ্গে আলাপে তিনি এমন কথা জানান।

সাংবাদিকদের সঙ্গে সাকিকেবর ইনফেকশন নিয়ে কথা বলতে গিয়ে পাপন বলেন, এশিয়া কাপ খেলতে গিয়েই এমন হয়েছে- এ রকম কিছু না।

তিনি বোঝাতে চাইছেন, আসল সমস্যা হয়েছে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেরর জন্য। ওই ব্যাকটেরিয়াই আঙ্গুলে ইনফেকশনের জন্ম দিয়েছে। এশিয়া কাপ খেলার কারণেই তা হয়নি বলে মনে করেন বিসিবি সভাপতি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি