ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিপিএল পেছাবে না: পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:৪৭, ৯ অক্টোবর ২০১৮

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ার কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে বিপিএলের সূচি নির্ধারণ করা হয় আগামী ৫ জানুয়ারিতে। কিন্তু এখনও জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। যে কারণে বিপিএল নিয়ে আছে নানা চাপা গুঞ্জন।

তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কথা শুনে মনে হলো বিপিএল নিয়ে সংশয়-সন্দেহ পুরোপুরিই অমূলক।

মঙ্গলবার তিনি জানিয়ে দিলেন, বিপিএল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। এমনকি নির্বাচন পিছিয়ে ডিসেম্বর থেকে জানুয়ারিতে গেলেও বিপিএল পেছানো হবে না।

বিসিবি বিগ বস বলেন, বিপিএল নির্বাচনের মধ্যে পড়ে গেলে, শুধু নির্বাচনের দিনটাতে খেলা বন্ধ থাকবে। কিন্তু বিপিএল পেছাবে না।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি