ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নিজেকে ক্রিকেটের ‘ডন’ দাবি করায় ট্রোলড হলেন শোয়েব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ৯ অক্টোবর ২০১৮

‘ডন অফ ক্রিকেট’-সোশ্যাল মিডিয়ায় নিজেকে এই নামে আখ্যা দিয়ে ট্রোলড হলেন সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।

পাকিস্তানের জার্সিতে সাত বছর আগে অবসর নেওয়া আখতার টুইটারে লেখেন, ‘আমায় ওরা ক্রিকেটের ডন বলে ডাকে। তবে ডন হলেও, কখনও লোককে আঘাত করে উপভোগ করিনি। কিন্তু আমায় এটা বলতেই হবে যখন আমি খেলেছি দেশের জন্য জান প্রাণ উজাড় করে দিয়েছি। আমি আমার দেশকে ভালোবেসে বল করে গেছি। আমার লক্ষ্য থাকতো উইকেট তোলা।’

উল্লেখ্য, শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮টি উইকেট এবং ১৬৩টি একদিনের ম্যাচে ২৪৬টি উইকেট নেন। শোয়েবের এমন টুইটের পরই ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাকে ট্রোল করতে শুরু করেন।

 ভারতীয়দের মধ্যে অনেকে লিখেছেন, মাত্র এই ক’টা উইকেট নিয়ে ক্রিকেটের ডন হলে তো, ক্রিকেটে ডনে ডনে ছেয়ে যাবে। অনেকে আবার শোয়েবের এই টুইটের জবাবে লেখেন, সচিনের হাতে মার খাওয়াটা কী ভুলে গেলে!

তথ্যসূত্র: জি-২৪ ঘণ্টা।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি