ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু গোল্ডকাপে ফিলিস্তিন চ্যাম্পিয়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ১২ অক্টোবর ২০১৮ | আপডেট: ২৩:০৬, ১২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের শিরোপা জিতেছে ফিলিস্তিন। আজ শুক্রবার ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে। নির্ধারিত ৯০ এবং অতিরিক্ত ৩০ মিনিট ছিল গোলশূন্য ছিল। টাইব্রেকারে দুটো শট ঠেকিয়ে ফিলিস্তিনিদের জয়ের নায়ক গোলকিপার রামি হামাদা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩৫ মিনিটে তাজিকিস্তানের জন্য বড় ধাক্কা। ফাতখুল্লো ফাউলের শিকার হয়ে মেজাজ ঠিক রাখতে পারেননি, ঘুঁষি মেরে বসেন প্রতিপক্ষের সামেহ মারাবাকে। এ সময় দুজনে হাতাহাতি করলেও বাংলাদেশের রেফারি মিজানুর রহমান লাল কার্ড দেখান তাজিকিস্তানের অধিনায়ককে।

১০ জন নিয়ে খেলেও বিরতির পর বেশ কিছু সুযোগ পায় তাজিকিস্তান। ৫৮ মিনিটে ডান দিক থেকে আক্রমণে ওঠা রাসুলভের ক্রস থেকে পোস্টে শট নিতে পারেননি তুরসুনভ। ৭৬ মিনিটে নাজারভ আখতামের শট পোস্টে লেগে ফেরার পর রাসুলভ বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

টাইব্রেকারে ফিলিস্তিনের জোনাথন জোরিল্লা, মাহমুদ আলিউইসাত, মুসা বাত্তাত ও আব্দাললতিফ গোল করেছেন। অন্যদিকে তাজিকিস্তানের আব্দুগফারভ, নাজিরভ ও আসরোরোভ গোল পেলেও তুরসোরভ ও তাবরেজি ব্যর্থ হয়েছেন। দুজনের শট ঠেকিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হামাদা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি