ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ক্রিকেট থেকে অবসর নিলেন প্রবীণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ২১ অক্টোবর ২০১৮

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ৩২ বছর বয়সি প্রবীণ কুমার। শনিবার নিজেই একথা জানান। একসময় ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ক্রিকেটার। তবে ইনজুরি বারবার তার ক্যারিয়ারে আক্রমন করেছে।
শেষবার জাতীয় দলের জার্সি পড়েছিলেন ২০১২ সালের মার্চ মাসে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু এরপরই জাতীয় দল থেকে ছিটকে যান প্রবীন। তারপর আর সুযোগ মেলেনি। তারই জের ধরে এবার প্রায় সবধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়ে ফেললেন তিনি। এমনকি উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচেও খেলতে নামবেন না বর্ষীয়ান এই পেসার।
ভরতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‌অনেক ভাবনা চিন্তা করেই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দ্রুততার সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই খেলা থেকে আমি অনেক কিছু পেয়েছি। তবে এটাই খেলা ছাড়ার একদম ঠিক সময়। আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি