দ্রুত ১০ হাজারি ক্লাবে বিরাট কোহলি
প্রকাশিত : ১৭:১৫, ২৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:৫৭, ২৪ অক্টোবর ২০১৮
দ্রুত গতিতে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছেছেন বিরাট কহিলি। যে মাইলস্টোনে পা রাখতে শচীন নিয়েছিলেন ২৫৯ টি ইনিংস সেই একই মাইলস্টোনে পৌঁছতে বিরাট নিলেন মাত্র ২০৫ ইনিংস। শচীনের থেকে ৫৪ ইনিংস কম খেলেই একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রান করে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
২০০১ থেকে ২০১৮, টানা ১৭ বছর দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড ছিল শচীনের ঝুলিতেই। আজ বিশাখাপত্তানমে সেই রেকর্ড ভেঙে দ্রুততম ১০ হাজারের তালিকায় সবার উপরে নিজের নাম নথিভুক্ত করালেন বিরাট কোহলি। উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৮১ রানের (এখনও ক্রিজে আছেন) ইনিংস খেলেই একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রানে পৌঁছলেন তিনি। শচীন তেন্ডুলকর (২০০১), সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০৫), রাহুল দ্রাবিড় (২০০৬),মহেন্দ্র সিং ধোনির (২০১৮) পর পঞ্চম ভারতীয় হিসেবে এই কীর্তি স্থাপন করলেন বিরাট কোহলি।
বিরাটের আগে কোন কোন ক্রিকেটার ১০ হাজারের মাইলস্টোনে পৌঁছেছেন, এক নজরে দেখে নিন সেই তালিকা-
শচীন টেন্ডুলকর (২৫৯ ইনিংস) সাল-২০০১
সৌরভ গঙ্গোপাধ্যায় (২৬৩ ইনিংস) সাল- ২০০৫
রিকি পন্টিং (২৬৬ ইনিংস) সাল- ২০০৭
জ্যাক ক্যালিস (২৭২ ইনিংস) সাল- ২০০৯
মহেন্দ্র সিং ধোনি (২৭৩ ইনিংস) সাল- ২০১৮
ব্রায়ান লারা (২৭৮ ইনিংস) সাল- ২০০৬
রাহুল দ্রাবিড় (২৮৭ ইনিংস) সাল- ২০০৬
তিলকরত্নে দিলসান (২৯৩) সাল- ২০১৫
কুমার সাঙ্গাকারা (২৯৬ ইনিংস) সাল- ২০১২
ইঞ্জামাম-উল-হক (২৯৯ ইনিংস) সাল- ২০০৪
সানাথ জয়সূর্য (৩২৮ ইনিংস) সাল- ২০০৬
মহেলা জয়াবর্ধনে (৩৩৩ ইনিংস) সাল- ২০১১
টিআর/