ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বল টেম্পারিং

ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড প্রধানের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বল টেম্পারিংয়ের দায় নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেভিড পিভার। বৃহস্পতিবার দুপুরে তিনি পদত্যাগ করার ঘোষণা দেন।নির্বাচিত হওয়ার মাত্র এক সপ্তাহ পরই তিনি এই পদ ছাড়তে বাধ্য হলেন।  

এর আগে অস্ট্রেলিয়ার ছয় রাজ্যের তিনটি থেকেই পিভারের চেয়ারম্যান পদের বৈধতা নিয়ে অনাস্থা প্রকাশ করা হয়।

এরপর তড়িঘড়ি করে আয়োজিত এক বোর্ড মিটিংয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পিভার। সাময়িকভাবে পিভারের স্থলাভিষিক্ত হচ্ছেন তারই ডেপুটি আর্ল এডিংস।

সাম্প্রতিক সময়ে বল টেম্পারিং ইস্যুতে পুরোপুরি এলোমেলো অস্ট্রেলিয়ার ক্রিকেট। পিভারের সরে দাঁড়ানোর পেছনেও ওই ঘটনার ভূমিকা আছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার গভর্নিং বডি বল টেম্পারিং নিয়ে স্বাধীনভাবে রিভিও করে। সেই রিভিও করতে গিয়ে অজি ক্রিকেট দলে ‘যেভাবে হোক জিততেই হবে’ এমন সংস্কৃতির খোঁজ পায় তারা।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি