ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

ছেলেসহ সানিয়া মির্জার ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ৩ নভেম্বর ২০১৮

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের ঘরে এসেছে নতুন অতিথি। নতুন এই অতিথির নাম রাখা হয়েছে ইজহান মির্জা মালিক।

গত মঙ্গলবার  শোয়েব মালিক এক টুইটার বার্তায় ছেলের জনক হওয়ার কথা জানান।

এদিকে সম্প্রতি পুত্র সন্তানকে কোলে নিয়ে সানিয়া মির্জা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। পোস্ট করার পর পরই অনেকেই সানিয়া মির্জাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।

এ সময় সানিয়ার পোস্টে অনেকেই মাসহ সন্তানের সু-স্বাস্থ্য কামনা করেন। এই ছবি যথারীতি ভাইরাল হয়ে যায়।

এর আগে চলতি বছরের এপ্রিলে শোয়েব মালিক সামাসাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়া মির্জার মা হওয়ার কথা ঘোষণা দেন। তাদের বিবাহ হয়েছিল ২০১০ সালের এপ্রিল মাসে।  

 

তথ্যসূত্র: জি নিউজ

 

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি