ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বান্ধবীকেই বিয়ে করলেন ক্রিকেটার ইয়ন মর্গ্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান।  শুক্রবার মর্গ্যানের বান্ধবী তারা রিজওয়ের সঙ্গে তার বিয়ে হয়।

তারকা খচিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংল্যান্ড ক্রিকেটার জেসন রয়, অ্যালেস্টার কুক, স্টিভ ফিন, মার্ক উড ও জোস বাটলার।

সমারসেটের ঐতিহাসিক বেবিংটন হাউসে হয় বিয়ের অনুষ্ঠান। টুইটারে অসাধারণ সব বিয়ের মুহূর্তে ছবি পোস্ট করেন মর্গ্যান।

সেখানে তিনি লেখেন, ‘তারা রিজওয়ের সঙ্গে অসাধারণ একটা দিন। এর পরই শুভেচ্ছা বার্তায় ভরে ওঠো টুইটার হ্যান্ডল। সেই তালিকায় রয়েছেন মহম্মদ হাফিজ, রশিদ খান, ফাওয়াদ আহমেদ, টম মুডির মতো তারকা ক্রিকেটাররা।

মর্গ্যান সদ্য শ্রীলঙ্কা থেকে সফল সফর কাটিয়ে ফিরেছেন। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ ইংল্যান্ড জিতে নিয়েছে ৩-১ এ। এর পর টি২০ ম্যাচও জিতে নিয়েছে ৩০ রানে।

শ্রীলঙ্কা সফরে রানের মধ্যেও ছিলেন মর্গ্যান। চার ম্যাচে তিনি ১৯৫ রান করেছেন। তার মধ্যে রয়েছে দুটো হাফ সেঞ্চুরি। সিরিজের সেরার পুরস্কারও উঠেছে ইংল্যান্ড অধিনায়কের হাতে।

মর্গ্যান এখনও ইংল্যান্ডের হয়ে ২১২টি ওডিআই খেলেছেন। রান ৬৫৫৭। গড় ৩৮.৫৭। এই বাঁ হাতি খেলেছেন ৭৭টি টি২০ও। সেখানে তাঁর রান ১৭৩৪।

এ বার ইংল্যান্ডের সামনে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৬ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ ১৪ থেকে ১৮ নভেম্বর পাল্লেকলে। শেষ ম্যাচ কলম্বোয ২৩ নভেম্বর থেকে।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি