ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ শুক্রবার। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। গায়ানায় জাতীয় স্টেডিয়ামে একই দিনে থাকছে আরো দুটি ম্যাচ। রাত ২টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

আর তৃতীয় ম্যাচে বাংলাদেশ ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। টি-টোয়েন্টিতে টানা তৃতীয় বিশ্বকাপ খেলছে বাংলাদেশের মেয়েরা। আগের আসরে ভালো না করতে পারলেও এবার প্রত্যাশা অনুযায়ী খেলে নিজেদের অবস্থান গড়তে চায় সফরকারীরা।
তবে, ওয়েস্ট ইন্ডিজে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও পাকিস্তানের বিপক্ষে হেরেছে এশিয়ান চ্যাম্পিয়ন সালমা-জাহানারারা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি