যে কারণে ক্রিকেটকে বিদায় জানালেন জন হেস্টিংস
প্রকাশিত : ১১:০৪, ১৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:০৫, ১৪ নভেম্বর ২০১৮
এমনিতে তেমন কোনও সমস্যা নেই। কিন্তু বল হাতে দৌড়লেই বিপত্তি। কফের সঙ্গে বেরিয়ে আসছে কাঁচা রক্ত। কোনও পরীক্ষাতেই কিছু ধরা পড়েনি। কঠিন রোগ নিয়ে বিভ্রান্তিতে খোদ চিকিত্সকরাও। সেই চিকিত্সকদের পরামর্শেই ক্রিকেটের বাইশ গজ থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার পেসার জন হেস্টিংস।
হেস্টিংসের অসুখটাই বড় রহস্যের। আর সেই রহস্যময় অসুখের কারণেই ক্রিকেটকে বিদায় জানান অজি পেসার। ৩৩ বছর বয়সী হেস্টিংস জানান, ‘বোলিং করলেই মুখ দিয়ে রক্ত পড়ছে। কিন্তু এর কোনও ব্যাখ্যা ডাক্তারদের কাছেও নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বোলিংয়ের ধকলে ফুসফুসের রক্তনালিকা ফেটে গেছে। তার জন্যই এই বমি।’
এরপরেও খেলা চালিয়ে গেলে বড়সড় অঘটন ঘটতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিত্সকদের সাবধান বাণী শুনে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টেস্ট খেলেছেন হেস্টিংস। তবে ২৯টি একদিনের ম্যাচ এবং ৯টি টি টোয়েন্টিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। বিগ ব্যাশে নতুন মৌসুমে সিডনি সিক্সার্সে সই করেছিলেন।
সূত্র: জিনিউজ
একে//