এসিসি’র নতুন সভাপতি হলেন পাপন
প্রকাশিত : ১৪:৫৮, ১৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৯, ১৭ নভেম্বর ২০১৮
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার পাকিস্তানের লাহোরে আনুষ্ঠানিকভাবে তিনি দুই বছরের জন্য দায়িত্ব বুঝে নেন।
এসিসির এজিএমে অংশ নিতে শনিবার ভোরে লাহোর পৌঁছান আইসিসির সিইও ডেভ রিচার্ডসন এবং আইসিসির গেম ডেভেলপমেন্টের অন্যতম শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও।
এশিয়ার ক্রিকেটের অভিভাবক সংস্থা এসিসির প্রধান হন মূলত এ অঞ্চলের চার টেস্ট খেলিয়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকেই। এটা চলমান প্রক্রিয়া ও পালাবদলের মাধ্যমে হয়ে থাকে।
সেই চলমান প্রক্রিয়ায় এবার এশীয় ক্রিকেটের অভিভাবক সংস্থা এসিসির শীর্ষ কর্তা হলেন নাজমুল হাসান পাপন।
এসিসির সদ্য সমাপ্ত সভাপতি ছিলেন পাকিস্তানের এহসান মানি। এসিসির ৩৩টি সদস্য দেশের উপস্থিতিতে লাহোরে তিনি বিসিবি সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দেন।