ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রথম নারী ব্যালন ডি’অর জয়ী হেগেরবার্গ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ৪ ডিসেম্বর ২০১৮

খেলাধুলায় পিছিয়ে নেই নারীরা। তাই ফুটবলে সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে এবারই প্রথম নারীদের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর দেওয়া হলো। আর সম্মানজনক এই পুরস্কারটি প্রথমবারের মতো জিতে ইতিহাস গড়েছেন অলিম্পি লিঁওর নরওয়েজিয়ান স্ট্রাইকার আদা হেগেরবার্গ।

সোমবার প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে পুরুষ বিভাগে অ্যাওয়ার্ডটি হাতে তোলেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। আর নারী বিভাগে প্রথমবারের মতো পুরস্কারটি জিতলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আদা হেগেরবার্গ।

গত মৌসুমটি দারুণ কাটিয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। ২৩ বছর বয়সী হেগেরবার্গ তার দল লিঁওর হয়ে ফ্রেঞ্চ টাইটেল জিততে অসাধারণ ভূমিকা রাখেন। এছাড়া চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটির হয়ে ফাইনালে গোলও করেন এই তরুণী। 

উল্লেখ্য, এর আগে ফিফার বর্ষসেরা ও ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কার আলাদাভাবে দেওয়া হতো। তবে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছয় বছর দুটি পুরস্কার এক সঙ্গে দেওয়া শুরু হয়। তবে ২০১৬ সাল থেকে আবারও তারা আলাদা হয়ে যায়। ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল ছেলেদের সেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে। আর এবার সেখানে যুক্ত হলো মেয়েদের ভার্সনও।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি