উয়েফায় মেসি ও রোনালদোর সঙ্গে জায়গা পেলেন যারা
প্রকাশিত : ০৮:৫৪, ১৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:০৬, ১৩ ডিসেম্বর ২০১৮
ইউরোপী ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা কর্তৃক আয়োজিত সেরা একাদশ বাছাইয়ের ভোটাভুটি শেষ হয়েছে। প্রকাশ করা হয়েছে ফলাফল, যেখানে স্থান পেয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
উয়েফার তালিকায় থাকা ১১ জনের ছয়জনই অবশ্য স্পেনিয়ার্ড। এই ছয়জন হলেন- ইকার ক্যাসিয়াস, জেরার্ড পিকে, কার্লোস পুয়েল, জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তা। তারা ইউরোপের বর্ষসেরার তালিকায় সবচেয়ে বেশিবার স্থান পেয়েছেন। অন্যদিকে সেরা একাদশে মেসি, রোনালদো ছাড়াও স্থান পেয়েছেন ফরাসি গ্রেট থিয়েরি হেনরি, জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফিলিপ লাম ও সাবেক ইংলিশ তারকা স্টিভেন জেরার্ড। শেষের এই তিন তারকা স্প্যানিশ লিগে কখনোই খেলেননি।
উয়েফার সর্বকালের সেরা একাদশ
গোলরক্ষক
ইকার ক্যাসিয়াস
ডিফেন্ডার
কার্লোস পুয়েল, সার্জিও রামোস, জেরার্ড পিকে।
মিডফিল্ডার
জাভি হার্নান্দেজ, আদ্রেস ইনিয়েস্তা, ফিলিপ লাম, স্টিভেন জেরার্ড।
ফরোয়ার্ড
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও থিয়েরি হেনরি।
আরকে//