ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেসি নৈপূণ্যে বার্সার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সেল্টা ভিগোর বিপক্ষে গোল করেছেন লিওনেল মেসি। পাশাপাশি অন্য গোলেও ছিল তার অবদান। তাতে অতিথিদের হারিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল বার্সেলোনা।

শনিবার কাম্প নউয়ে লা লিগায় ২-০ গোলে জিতেছে এর্নেস্তো ভালভারদের শিষ্যরা। ফলে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্টে এক নম্বরে থেকে বছর শেষ করলো বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে খেরতে নেমে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সা। ম্যাচের দশম মিনিটে ডি-বক্সের মুখ থেকে মেসির নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক; কিন্তু বল বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান দেম্বেলে। চলতি আসরে ফরাসি ফরোয়ার্ডের এটা সপ্তম গোল।

বিরতিতে যাওয়ার এক মিনিট আগে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আলবার কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে এবারের লিগে নিজের ১৫তম গোলটি করেন আর্জেন্টাইন তারকা। লিগে এই নিয়ে শেষ তিন ম্যাচে ছয় গোল করলেন মেসি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেস। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন উরুগুয়ের স্ট্রাইকার। বাকি সময় স্কোরে কোনও পরিবর্তন আসেনি। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এ জয়ে ১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। আতলেতিকো মাদ্রিদ ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। আর চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৯।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি