ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিদায়ী বছরে আন্তর্জাতিক ক্রিকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৮

আর মাত্র কয়েকটা দিন। দেখতে দেখতে আরও একটি বছর কালের গহব্বরে বিলিন হচ্ছে। ২০১৮ সালকে বিদায় জানিয়ে আসছে ২০১৯। প্রতিবছরের ন্যায় সদ্য বিদায়ী বছরটিও নানা কারণে আলোচিত স্মরণীয় হয়ে থাকবে। দেশে যেভাবে ক্রিকেটের নানা ঘটনা রয়েছে তেমনি অন্য দেশের বেশ কিছু আলোচিত ঘটনা রয়েছে বিদায়ী বছরটিতে। চলুন দেখে নেওয়া যাক বিদায়ী বছরটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে গড়া রেকর্ড-

টেস্ট

চলতি বছর ২৫ ডিসেম্বর পর্যন্ত টেস্টে ১২ ম্যাচে সর্বোচ্চ ১ হাজার ২৪০ রান করেছেন ভারতের বিরাট কোহলি। আর দ্বিতীয় সর্বোচ্চ ৯৪৮ রান ইংল্যান্ডের জো রুটের। এছাড়া সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও কোহলির। তবে দ্বিতীয় সর্বোচ্চ চারটি সেঞ্চুরি বাংলাদেশের মুমিনুল হকের।

এদিকে, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের টম লাথামের অপরাজিত ২৬৪ রান। আর দ্বিতীয় সর্বোচ্চ ২১৯* রানের ইনিংসটি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের মুশফিকুর রহিমের।

২০১৮ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত টেস্টে যৌথভাবে সর্বোচ্চ ৪৯ উইকেট দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলংকার দিলরুয়ান পেরেরার।

বিদায়ী বছরে টেস্টে ১৩ ম্যাচে সর্বোচ্চ আটটি জয় ইংল্যান্ডের।

ওয়ানডে

এ বছর ওয়ানডেতেও ১৪ ম্যাচে সর্বোচ্চ ১ হাজার ২০২ রান কোহলির। এছাড়া সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরিও তার। কোহলি ছাড়া হাজার রানের মাইলফলক পেরিয়েছেন ভারতের রোহিত শর্মা (১ হাজার ৩০) ও ইংল্যান্ডের জনি বেয়ারস্টো (১ হাজার ২৫)।

এছাড়া সর্বোচ্চ ২১০* রানের ব্যক্তিগত ইনিংসটি জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ফখর জামানের। প্রসঙ্গত, ওয়ানডেতে এটিই কোনও পাকিস্তানি ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি।

চলতি বছর ২০ ম্যাচে সর্বোচ্চ ৪৮ উইকেট আফগানিস্তানের রশিদ খানের। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ উইকেট ভারতের কুলদীপ যাদবের।

চলতি বছর ১৭ ওয়ানডেতে ২৪ ম্যাচে সর্বোচ্চ ১৭টি জয় ইংল্যান্ডের।

টি-২০

বিদায়ী বছরে টি ২০তে ১৮ ম্যাচে সর্বোচ্চ ৬৮৯ রান ভারতের শিখর ধাওয়ানের। আর সর্বোচ্চ দুটি সেঞ্চুরি আরেক ভারতীয় রোহিত শর্মার।

সর্বোচ্চ ১৭২ রানের ব্যক্তিগত ইনিংসটি জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের। প্রসঙ্গত, আন্তর্জাতিক টি ২০ ইতিহাসেই এটি সর্বোচ্চ ইনিংস।

এদিকে, ১৯ ম্যাচে সর্বোচ্চ ৩১ উইকেট অস্ট্রেলিয়ার অ্যান্ড্র টাইয়ের। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৮ উইকেট পাকিস্তানের শাদাব খানের।

বিদায়ী বছরে ১৯ ম্যাচে সর্বোচ্চ ১৭টি জয় পাকিস্তানের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি