ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল

প্রকাশিত : ০৯:১৩, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ২৮ মার্চ ২০১৭

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশি আর্সেনাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ১১ মিনিটে দলের প্রথম গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ। এর তিন মিনিট পরেই আরো একটি গোল করে ব্যবধান বাড়ান থিও ওয়ালকট। আর ৪০ মিনিটে জার্মান তারকা মেসুত ওজিল গোল করে ব্যবধান বাড়ান ৩-০তে। পিছিয়ে থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে লড়তে থাকে চেলসি। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় নম্বরে আর্সেনাল। আর চেলসি রয়েছে ৮ নম্বরে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি