ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ক্রিকেট মাঠে এমপি মাশরাফির প্রথম অনুশীলন [ভিডিও]

প্রকাশিত : ২১:০১, ২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২১:০৪, ২ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ‘বিপিএল’ শুরু হচ্ছে ৫ জানুয়ারি থেকে। ছুটি শেষে বছরের দ্বিতীয় দিনে অনুশীলন করেছে পাঁচটি দল।

তবে সবাইকে ছাড়িয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সদ্য সংসদ সদস্য নির্বাচিত হওয়া ওয়ানডে ও রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিপিএলের নতুন আসরের জন্য নিজেকে প্রস্তুত করার মিশনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাত্র তিন দিনের মাথায় চলে এলেন মিরপুর স্টেডিয়ামে।

দল অনুশীলন না করলেও জিমে ঐচ্ছিকভাবে সময় কাটিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সাকিব আল হাসান মানেই একটি বড় নাম। অধিনায়ক হিসেবে ঢাকা ডায়নামাইটসে তাঁর দলে থাকাটাকে বিশেষ ভাবে নিচ্ছেন কোচ খালেদ মাহমুদ সুজন।

তাইতো শুরু থেকেই ফাইনালের চাপ নয়। শেষ চারের পরিকল্পনায় মাথায় রেখে এগুতে চান তিনি।

বিপিএল সব খেলোয়াড়দের জন্য বড় মঞ্চ। দীর্ঘ পাঁচ বছর নয় মাস পর মোহাম্মদ আশরাফুল বিপিএলে ফিরছেন চিটাগং ভাইকিংসের জার্সিতে।

আত্মবিশ্বাসের সাথে ভালো কিছু করে পুরনো কলঙ্ক মুছে হারানো জায়গা ফিরে পেতে চান আশরাফুল।

ঝালিয়ে নিতে শুরু করেছে সিলেট সিক্সার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস।

বিপিএলের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস।

ভিডিও: https://youtu.be/VmU6nFraPPg


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি