ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

খুলনাকে ১৭০ রানের টার্গেট দিল রংপুর রাইডার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ৬ জানুয়ারি ২০১৯

রাইলি রুশো এবং রবি বোপারার ব্যাটে ভর করে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে রংপুর রাইডার্স। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে সম্মানজনক পজিশনে পৌঁছে দিতে দুর্দান্ত ব্যাটিং করেন রুশো-বোপারা। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপর্যয় এড়িয়ে সম্মানজনক স্কোর গড়ে রংপুর।

দলের হয়ে ৫২ বল খেলে আট চার ও দুই ছক্কায় অপরাজিত ৭৬ রান করেন রংপুরের দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার রুশো। এছাড়া ২৯ বলে তিন চার ও এক ছক্কায় ৪০ রান করে অপরাজিত থাকেন ইংলিশ ক্রিকেটার রবি বোপারা।

বিপিএলের চলতি ষষ্ঠ আসরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফিফটি তুলে নিয়েছেন রাইলি রুশো। রংপুর রাইডার্সের এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার খুলনা টাইটানসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছেন। তার ব্যাটে ভর করেই ৬৫ রানে তিন উইকেট হারানো রংপুর খেলায় ফেরে।

গতকাল শনিবার ঢাকা ডায়নামাইটসের আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাইজি চলতি বিপিএলের প্রথম ফিফটি (৪১ বলে ৭৮ রান) তুলে নেন। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা টাইটানসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর রাইডার্স। এরপর দলের হাল ধরেন রাইলি রুশো ও রবি বোপারা। চতুর্থ উইকেটে ইতিমধ্যে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।

৬৫ রানে ৩ উইকেট নেই রংপুরের উড়ন্ত সূচনা হলো না রংপুর রাইডার্সের। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানেই ফেরেন ওপেনার মেহেদী মারুফ (৫)। তিনে ব্যাটিংয়ে নেমে সুবিধে করতে পারেননি ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। আফগানিস্তানের চায়নাম্যান বোলার জহির খানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হওয়ার আগে ৯ বলে ১৫ রান করেন হেলস।

চার নম্বর পজিশনে খেলতে নেমে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। গত বিপিএলে ২৯.৯০ গড়ে ৩২৯ রান করা মিঠুন, এদিন ফেরেন ১৭ বলে ১৯ রান করে। ৯.৫ ওভারে ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে সম্মানজনক পজিশনে পৌঁছেদেন ওপেনার রাইলি রুশো। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেন ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। বিপিএলের গত আসরে তৃতীয় সর্বোচ্চ ৩৬৫ রান করেন বোপারা।

রংপুর রাইডার্স: রাইলি রুশো, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী ও নাজমুল ইসলাম অপু।

খুলনা টাইটানস: পল স্টারলিং, কার্লোস ব্রাথওয়েট, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম অমি, মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, ডেভিড ওয়াইজ, আলী খান, শরিফুল ইসলাম ও জহির খান।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি