ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

জাতীয় ক্রিকেট লিগে ৪৭ রানে পিছিয়ে আছে খুলনা বিভাগ

প্রকাশিত : ১৮:৫১, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫১, ২৮ মার্চ ২০১৭

জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে এখনো ৪৭ রানে পিছিয়ে আছে খুলনা বিভাগ। খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দিন শেষে ৪ উইকেটে ২১৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দিন শেষে মোহাম্মদ মিথুন ২৫ রানে এবং নুরুল হাসান অপরাজিত আছেন ৫ রানে। এর আগে প্রথম ইনিংসে বরিশাল অল-আউট হয় ২৬১ রানে। এদিকে, সিলেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৭৪ রান করেছে রংপুর। প্রথম ইনিংসে চট্টগ্রাম করেছে ৩৬৮ রান। অন্যদিকে, বগুড়া স্টেডিয়ামে ঢাকা মেট্টো ও ঢাকা বিভাগের মধ্যে এবং রাজশাহী স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহী ও সিলেটের মধ্যে বৃষ্টির কারনে দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ায়নি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি