ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত : ১২:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫১, ৮ এপ্রিল ২০১৭

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম ম্যাচের জয়ের ধারা ধরে রাখতে চায় টাইগাররা। মিরপুর স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বেলা আড়াইটায়। ম্যাচ সামনে রেখে মিরপুরে দুই দলই অনুশীলন করেছে। প্রথম ম্যাচে ৭ রানের কষ্টার্জিত জয়ে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচের জয় দিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চায় মাশরাফি বাহিনী। তাই কোন প্রকার ছাড় দিতে নারাজ তারা। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয় আফগানিস্তানের। দ্বিতীয় ম্যাচে সুযোগ কাজে লাগিয়ে সিরিজে সমতা আনতে কঠোর পরিশ্রম করেছে সফরকারীরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি