ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

এশিয়া কাপ

ওমানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ২১ জানুয়ারি ২০১৯

ওমানকে ২-০ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আগামী ২৪ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখে হবে ইরানের জাতীয় ফুটবল দল।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্থানীয় সময় রাত খেলার ৩২তম মিনিটে ইরানের পক্ষে প্রথম গোলটি করেন মধ্যমাঠের খেলোয়াড় আলীরেজা জাহানবাখশ।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে পেনাল্টি থেকে ইরানের পক্ষে দ্বিতীয় গোলটি করেন আশকান দেজাগাহ। অবশ্য খেলা শুরুর তিন মিনিটের মাথায় ওমান পেনাল্টি পায়।

কিন্তু ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ অসাধারণ দক্ষতায় পেনাল্টি ঠেকিয়ে দেন। এরপর থেকেই ইরান খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়া ইরানের সামনে দ্বিতীয়ার্ধে আরো একাধিক গোলের সুযোগ এসেছিল। ম্যাচের ৫৩ মিনিটে ইরানি স্ট্রাইকার সরদার আজমুন একটি সহজ গোল করতে ব্যর্থ হন।

খেলার শেষ হওয়ার তিন মিনিট আগে ইরানের মেহদি তারেমিও একটি গোল মিস করেন। এর আগে ম্যাচের ৭৭তম মিনিটে ইরানি গোলরক্ষক বেইরানভান্দ ওমানের একটি গোল ঠেকিয়ে দেন।

এর আগে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চীন। এছাড়া, জর্দানকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ভিয়েতনাম। 

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি