ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিপিএল: ঢাকায় দ্বিতীয় পর্ব শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২১ জানুয়ারি ২০১৯

বিপিএলে একদিন বিরতির পর ঢাকায় শুরু হচ্ছে ফিরতি পর্বের খেলা। আজ সোমবার মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। খেলাটি শুরু হবে দুপুর দেড়টায়। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ছয়টায় চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটসের।

দলের নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ইনজুরির কারনে ছিটকে পড়লেও এক ঝাঁক মেধাবী আর অভিজ্ঞ তারকা নিয়ে চূড়ান্ত সাফল্যের ব্যাপারে আশাবাদী কুমিল্লা। নিজেদের সামর্থের প্রমাণ দিয়েছে আফ্রিদি-তামিমরা। ৬ খেলায় ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়।

এদিকে, আগের ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলে রাজশাহীর অবস্থান পঞ্চম। শেষ চারে জায়গা করে নিতে কুমিল্লার বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছে না রাজশাহীর দলপতি মিরাজ। কুমিল্লার মত এককভাবে ম্যাচজয়ী তারকা না থাকলেও দলগত নৈপুণ্যে সাফল্য তুলে নেওয়ার ছক আঁকছে দলটি।

লিগে এবার দাপট দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ঢাকা ডায়নামাইটস। সাকিবের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে টেবিলে সবার ওপরে অবস্থান তাদের। কিইরন পোলার্ড, আন্দ্রে রাসেল কিংবা সুনিল নারাইনের মত তারকটা ক্রিকেটার নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন ডায়নামাইটসদের।

মুশফিকের নেতৃত্বে আক্রমনাত্মক ক্রিকেট উপহার দিচ্ছেন চিটাগং ভাইকিংস। ডেলপোর্ট, ফ্রিলিংকদের মত ম্যাচউইনারদের নিয়ে একাধিক জয় তুলে নেয় চিটাগং। প্রতিপক্ষ ঢাকা শক্তিশালী হলেও নিজেদের সেরাটা দিয়ে জয়ে চোখ ভাইকিংসদের।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি