ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোনালদোদের বিদায় করে সেমিতে আটালান্টা

প্রকাশিত : ১১:৩৭, ৩১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আটালান্টার বিপক্ষে জ্বলে উঠতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো; পারেননি জুভেন্টাসের কেউই। ফলে ইতালিয়ান কাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে গেছে টানা চারবারের চ্যাম্পিয়নদের।

বুধবার রাতে তুরিনের ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ১৯৬২-৬৩ মৌসুমে প্রতিযোগিতাটির শিরোপা জেতা আটালান্টা। এরই সঙ্গে ঘরোয়া ডাবল জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল জুভিদের।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের ১২তম মিনিটেই গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন রোনালদো। পুরো ম্যাচে এমন আরও সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি পর্তুগিজ সেনা।

ম্যাচের ৩৭তম মিনিটে অতিথিদের বুকে প্রথম ছুরি চালান আটালান্টার টিমোটি কাসতাগনে। জোয়াও কানসেলোর ভুলে বল পেয়ে খানিকটা এগিয়ে ডি-বক্সের মুখ থেকে ডান পায়ের জোরালো শটে আটালান্তাকে এগিয়ে দেন বেলজিয়ামের ডিফেন্ডার।

মিনিট দু-এক পর আলেগ্রির শিষ্যদের ফের হতাশায় ডোবায় স্বাগতিকরা। সতীর্থের বাড়ানো বল ধরে দু’জনকে কাটিয়ে বুলেট শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ান ফরোয়ার্ড দুভান জাপাতা।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে ইতালিয়ান জায়ান্টদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন প্রথমার্ধে গোল করা দুর্দান্ত ফর্মে থাকা জাপাতা। তাতেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় প্রতিযোগিতার সফলতম ক্লাবটির।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি