ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিশ্বকাপের আগে কেন টি-টোয়েন্টি, প্রশ্ন বিরাটের

প্রকাশিত : ১২:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টির বদলে পঞ্চাশ ওভারের ম্যাচ বেশি খেলতে পারলেই লাভ হত বলে নতুন তর্ক তুলে দিলেন বিরাট কোহালি। বিশাখাপত্তনমে রোববার টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। মোট দু’টি টি-টোয়েন্টি এবং পাঁচটি এক দিনের ম্যাচ হবে। তার পরেই আবার আইপিএল।

কুড়ি ওভারের প্রতিযোগিতা শেষ হলে বিশ্বকাপ খেলতে যাবে কোহালির ভারত। অর্থাৎ, বিশ্বকাপে খেলতে নামার আগে তাদের হাতে শুধু এই পাঁচটি ওয়ান ডে ম্যাচই থাকছে।

প্রশ্ন উঠছে, আইপিএল যখন আছেই তা হলে বিশ্বকাপের কাছে এসে এই সিরিজে দু’টি টি-টোয়েন্টি খেলার কী দরকার ছিল? শনিবার বিশাখাপত্তনমে সাংবাদিক সম্মেলন করতে এসে কোহালি এই বিষয়টিকেই তুলে ধরেন।

তিনি বলেন,  ‘‘বিশ্বকাপের আগে আরও কয়েকটি ওয়ান ডে খেলতে পারলেই ভাল হত। ব্যাপারটা অনেক যুক্তিপূর্ণ হত।’’ বিশাখাপত্তনমের পরে বেঙ্গালুরুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।’

ভারত অধিনায়ক বলেন, ‘‘আইপিএলে আমরা অনেক টি-টোয়েন্টি খেলার সুযোগ পাব। তাই এই সিরিজে আরও দু’টো ওয়ান ডে পেলে শুধু আমাদের নয়, অস্ট্রেলিয়ার পক্ষেও লাভজনক হত।’’

কী হলে কী হত, তা নিয়ে অবশ্য পড়ে থাকতে চান না তিনি। বলে দিয়েছেন, ‘‘সামনে যা আছে, তা নিয়েই আমাদের চলতে হবে। কাজে লাগতে হবে সুযোগকে। সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।’’

অধিনায়ক ঠিক অভিযোগের সুরে সূচি নিয়ে মন্তব্য না করলেও প্রশ্ন উঠছে কর্তাদের পরিকল্পনা নিয়ে। অতীতেও সূচি নিয়ে অনুযোগ এসেছে ভারতীয় দলের দিক থেকে। বিদেশে সফর পরিকল্পনায় কোনও চিন্তাভাবনার ছাপ দেখা যায়নি। এ বারও প্রশ্ন উঠতেই পারে, বিশ্বকাপের আগে দু’টো টি-টোয়েন্টি ম্যাচ আবার রাখা হল কেন?

তার বদলে পাঁচটির জায়গায় সাতটি এক দিনের ম্যাচ খেললে বিশ্বকাপের প্রস্তুতি আরও ভাল করে সেরে নিতে পারতেন কোহালিরা। এমনিতেই ভারতীয় দল বিশ্বকাপ খেলতে যাবে আইপিএলের কুড়ি ওভারের ধুন্ধুমার ক্রিকেট খেলে। পঞ্চাশ ওভারে গিয়ে ব্যাটিং বা বোলিংয়ের ধরন অনেকটাই পাল্টাতে হবে।

আইপিএল প্রসঙ্গে বলতে গিয়ে বিরাটও এ দিন সাবধান করে দিলেন, ‘‘প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আইপিএলে খেললেও ওয়ান ডে-র মানসিকতা থেকে যেন বেশি দূরে সরে না যায় কেউ। আইপিএলের সময় টেকনিক্যাল দিক থেকে যে বাজে অভ্যাসগুলো হয় আমাদের, সেগুলো নিয়ে সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, বিশ্বকাপে আমাদের এমন ১৫জনকে প্রয়োজন, যারা ওই সময় নিজেদের খেলা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ও খুশি থাকবে।

এই প্রসঙ্গে বিরাট আরও বলেন, ‘‘আইপিএলে যদি একবার বদভ্যাস হয়ে যায় এবং সে জন্য ছন্দ ও ফর্ম নষ্ট হয়, তা হলে কিন্তু বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় তা ফিরে পাওয়া বেশ কঠিন হবে। তাই প্রত্যেককে নিজেদের মানসিকতা ধরে রাখতে হবে এবং ভারতীয় দলে তার উপযোগিতা বজায় রাখতে হবে।’’

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি