ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করবে বিসিবি: পাপন

প্রকাশিত : ১৪:৫৩, ১৫ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:৫৪, ১৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা। এ ছাড়া দুই বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন ও গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল ওই সময় মসজিদে গিয়েছিল এবং ঠিক যখন হামলার ঘটনাটি ঘটে তারা মসজিদের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল। তবে ক্রিকেটাররা সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

ক্রাইস্টচার্চের মসজিদে গোলাগুলির ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপিতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটাররা যেখানেই যাক সেখানে তাদের জন্য যেন ২৪ ঘণ্টা সশস্ত্র নিরাপত্তা ব্যবস্থা থাকে তা নিশ্চিত করবে বিসিবি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি