ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে করছেন মুমিনুলও

প্রকাশিত : ১৩:৫০, ২১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

এ যেন টাইগারদের বিয়ের হিড়িক পড়ে গেছে। গেলো সপ্তাহে ঘরোয়াভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হলেন ক্রিকেট তারকা সাব্বির রহমান। এরপর শুভকাজটা সেরে ফেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। আগামীকাল শুক্রবারই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই গতিতারকা। এর পর শুনা গেলো আজ বৃহস্পতিবারই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন মিরাজ।

অবিবাহিত সতীর্থরা যখন সবাই বিয়ে নিয়ে ব্যস্ত তখন আর বাদ থাকবেন কেন মুমিনুল হক। আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন এই ‘টেস্ট স্পেশ্যালিস্ট’ খ্যাত ব্যাটসম্যান।

মুমিনুল হকের বিয়ের খবর অবশ্য অনেক আগেই জানা গেছে। তবে কবে আনুষ্ঠানিকতা সারবেন, তারিখটা গতকাল বুধবার জানালেন বাঁহাতি ব্যাটসম্যান। বিয়ে আগামী ১৯ এপ্রিল। কনের নাম ফারিহা বাশার। থাকেন মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। বিয়ের নিমন্ত্রণপত্র বানাতে দেওয়া হয়েছে বলেও জানান মুমিনুল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি