ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিয়ে করলেন মুস্তাফিজ

প্রকাশিত : ২০:৫৯, ২২ মার্চ ২০১৯

জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বিয়ের পিঁড়িতে বসলেন। কনে তার সম্পর্কে মামাতো বোন সামিয়া পারভিন শিমু। শুক্রবার বিকেল সোয়া ৩টায় বিয়ের কাজ সম্পন্ন হয়।

মুস্তাফিজুর রহমানের বড় ভাই মাহফুজার রহমান মিঠু জানান, শুক্রবার বিকাল সোয়া ৩টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে কনের বাড়িতে ৫ লাখ ১ টাকা দেনমোহরে ঘরোয়াভাবে বিয়ে হয়।

তিনি বলেন, বিশ্বকাপের পর আনুষ্ঠানিকতা করা হবে। বিসিবি খেলোয়াড়, কর্মকর্তা, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠান করা হবে।

আগামী ৩০ মে ইংল্যান্ডের ওভালে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শুরু হওয়ার কথা রয়েছে। মিঠু বলেন, কনে শিমু তাদের মেজো মামার মেয়ে। মায়ের ইচ্ছাতেই মামাত বোনের সঙ্গে বিয়ে হচ্ছে।

শিমু হাদিপুর গ্রামের রওনাগুল ইসলাম বাবুর তৃতীয় মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

শিমুর চাচা আবু হাসান বলেন, শিমু স্থানীয় নলতা স্কুল থেকে মাধ্যমিক ও সখিপুর কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি