ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইপিএলে ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিং

প্রকাশিত : ২১:৫৮, ২৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আইপিএলের গত আসরে দল পেতে কম সমস্যায় পড়তে হয়নি ক্রিস গেইলকে। অনেকেই বলছিলেন ক্রিস গেইল আর চলে না। সেই সমলোচনা এড়িয়ে আসরে দুর্দান্ত ব্যাটিং করেন গেইল। আইপিএলের চলামন ১২তম আসরে খেলতে নেমেই ব্যাটিংয়ে তাণ্ডব চালান গেইল।

সোমবার রাজস্থান রয়েলসের বিপক্ষে ব্যাটিং তাণ্ড চালিয়ে যাওয়া গেইল শেষ পর্যন্ত আউট হন বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে। দলীয় ১৬তম ওভারে বেন স্ট্রোকের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ত্রিপথির দুর্দান্ত ক্যাচে পরিণত হন গেইল।

এদিন ইনিংসের শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন গেইল। ৪ রানে লোকেশ রাহুলের বিদায়ের পর দলকে খেলায় ফেরান গেইল। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া গেইল থামেন ৪৭ বলে ৭৯ রান করে। তার ইনিংসটি চারটি ছক্কা ও আটটি চারে সাজানো।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি