ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

টানা তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়ন ভারত

প্রকাশিত : ১০:৩৪, ২ এপ্রিল ২০১৯

টানা তিন বার টেস্ট ক্রিকেটের এক নম্বর স্থান ধরে রাখল বিরাট কোহলির ভারত৷ গতকাল সোমবার কাট অফ ডেট ১ এপ্রিল পর্যন্ত টেস্ট ক্রিকেটে প্রথম স্থান ধরে রাখতে পেরেছে ভারতীয় দল৷ সে কারণে শেষ দু’বারের মতো এ বছরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি পাচ্ছে বিরাটরা৷

আইসিসি’র হিসেবে টেস্টের বছর শেষ হয় ১ এপ্রিল৷ শেষ দু’বারের মতো এবারও এক নম্বরে থেকে বছর শেষ করল কোহলিরা৷ তিন বছর ধরে টেস্টের এক নম্বর জায়গা ধরে রাখতে পারায় কোহলির ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি৷ ভারতের মুকুটে নতুন পালক জোড়ায় গর্বিত বলে জানিয়েছেন অধিনায়ক বিরাট৷

কোহলি আরও বলেন, ‘শেষ একটা বছর আমরা সব ফরম্যাটেই দারুণ খেলেছি৷ টেস্ট ক্রিকেটে শীর্ষস্থানের সম্মান পাওয়া আমাদের ধারাবাহিক হওয়ার ক্ষেত্রে আরও মোটিভেট করবে৷’

নিজের দলের প্রশংসায় কোহলি বলেন, ‘ভারতের ব্যাটিং-বোলিং সব বিভাগেই গভীরতা রয়েছে৷ সে কারণে ভারত টেস্টে সাফল্য পাচ্ছে৷’

উল্লেখ্য বোলিং গভীরতায় ভর করে ৭১ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারতীয় দল৷ অজিদের ডেরায় ২-১ টেস্ট সিরিজ জেতে বিরাট অ্যান্ড কোম্পানি৷

টেস্ট ক্রিকেটের শীর্ষস্থানে থাকার সময় ভারতের রেটিং ১১৬৷ ১০৮ রেটিং নিয়ে আইসিসি টেস্ট ক্রমতালিকায় দু’নম্বরে রয়েছে নিউজিল্যান্ড৷ শেষ দু’বছর টেস্ট ক্রিকেটে দু’নম্বরে থেকে বছর শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা৷ তাদের সরিয়ে এবার দু’নম্বরে থেকে বছর শেষ করল নিউজিল্যান্ড৷ ১০৫ ও ১০৪ রেটিং নিয়ে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে তিন ও চার নম্বরে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ও অস্ট্রেলিয়া৷ শীর্ষস্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিজেদের দখলে রাখায় নগদ ১ মিলিয়ন ডলার পেল ভারত৷

একনজরে টেস্টের প্রথম দশ দল ও পয়েন্ট-

১. ভারত ১১৬

২. নিউজিল্যান্ড ১০৮

৩. দক্ষিণ আফ্রিকা ১০৫

৪. অস্ট্রেলিয়া ১০৪

৫. ইংল্যান্ড ১০৪

৬. শ্রীলঙ্কা ৯৩

৭. পাকিস্তান ৮৮

৮. ওয়েস্ট ইন্ডিজ ৭৭

৯. বংলাদেশ ৬৯

১০. জিম্বাবুয়ে ১৩

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি