ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনা

প্রকাশিত : ১২:১২, ২৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বার্সেলোনার লা লিগা জয় যেন সাধারণ নিয়মে পরিণত। গত ১১টি শিরোপার ৮টিতেই মেসির হাতে উঠেছে লা লিগার শিরোপা এবারও তার ব্যতিক্রম নয়। লেভান্তেকে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই লিগ জিতলো বার্সেলোনা। আর এই ম্যাচ জয়ের নায়কও সেই অবধারিত নিয়মের মতোই- বার্সা দলপতি লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে তিনিই তো প্রথম খেলোয়াড় যিনি ১০ বার লা লিগা জয়ের অনন্য কীর্তি গড়লেন।

বার্সেলোনার এ জয় উপভোগ করেছে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পের ৯০ হাজারেরও বেশি দর্শক। যদিও ম্যাচের প্রথমার্ধে বার্সা সমর্থকদের প্রতিটি উল্লাস হতাশায় রূপ নিয়েছে। সুয়ারেজ, কুতিনহো, দেম্বেলেরার মুহূর্মুহূ আক্রমণে লেভান্তের গোলরক্ষক এইতর ফার্নান্দেজ ফিরিয়ে দেন।

ম্যাচের ২০তম মিনিটে সুয়ারেজের শট ফেরান এইতর। ৪১ মিনিটে কুতিনহোর একটি শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়। ফলে গোলশুন্য হয়েই প্রথমার্ধ শেষ হয় কাতালানদের। প্রথমার্ধের ১৪ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন বার্সার রেকটিচ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সার প্রাণভোমরা মেসিকে মঠে নামান ভালভারদে। ম্যাচের ৬২ মিনিটে মেসির পায়ের ভেল্কি দেখে ফুটবল বিশ্ব।

ভিদালের পাস থেকে বলে জাদু মাখান মেসি। পরাস্ত হন গোলরক্ষক এইতর ফার্নান্দেজ। সঙ্গে সঙ্গেই নব্বই হাজার দর্শকের ‘মেসি’ ‘মেসি’ চিৎকারে ন্যু ক্যাম্প কেঁপে ওঠে। এই জয়ে এবারে ইউরোপিয়ান ট্রেবল জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল স্পেনিশ জায়ান্টরা। এবারের জয়সহ লা লিগায় ২৬তম শিরোপা জিতল বার্সেলোনা। ৩৩টি জয় নিয়ে লিগার সর্বোচ্চ শিরোপার মালিক রিয়াল মাদ্রিদ।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি