ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাকিব কি খেলবেন?

প্রকাশিত : ২২:৫০, ১৬ মে ২০১৯ | আপডেট: ১০:০৯, ১৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ম্যাচ শেষ না করেই গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। তবে শঙ্কা রয়ে গেছে সাকিব আল হাসানের ব্যাপারে। তিনি কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে খেলবেন কিনা তা সকালে খেলার আগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলের ফিজিও থিহান চন্দ্রমোহন।

সাকিবের ইনজুরির আপডেট জানাতে গিয়ে তিনি বলেন, সাকিব এখনো পর্যবেক্ষণাধীন আছেন। ম্যাচের দিন শুক্রবার সকালে সিদ্ধান্ত নেয়া হবে সাকিব আল হাসান ফাইনাল ম্যাচটি খেলবেন কিনা। আনুষ্ঠানিক বার্তায় চন্দ্রমোহন বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় পিঠের নিচে বাম পাশের পেশিতে চোট পেয়েছেন সাকিব। সে আপাতত পর্যবেক্ষণ এবং চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ফাইনালকে সামনে রেখে আজ ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘আমরা সকাল সকাল মাঠে অনুশীলনে চলে এসেছি। টানা খেলা হওয়ায় আজ পুরো দলের প্র্যাকটিস নেই, ঐচ্ছিক অনুশীলনে নেমেছে ছেলেরা।’সাকিব আজ অনুশীলনে আসেননি, বিশ্রাম নিচ্ছেন হোটেল রুমে।

এনএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি