ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ক্রিকেট বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ডবাই’ (ভিডিও)

প্রকাশিত : ১০:২০, ১৮ মে ২০১৯ | আপডেট: ১২:১১, ১৮ মে ২০১৯

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের পর্দা উঠবে ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাঠে। তার আগে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়াতে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে ইংল্যান্ড বিশ্বকাপের অফিসিয়াল থিম সং।

‘স্ট্যান্ডবাই’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছে নবীন শিল্পী লরেন ও যুক্তরাজ্যের অন্যতম সেরা ব্যান্ড রুডিমেন্টাল। এবারের বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে বাজানো হবে গানটি।

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়াযজ্ঞ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন শত কোটি মানুষের চোখ থাকবে ইংল্যান্ড এবং ওয়েলসের দিকে। বিশ্বের কাছে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ‘স্ট্যান্ডবাই’ গানের মাধ্যমে তুলে ধরেছে ব্রিটিশরা।

ভিডিও

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি