ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল কোহলিরা

প্রকাশিত : ১০:২৩, ২২ মে ২০১৯ | আপডেট: ১১:২৩, ২২ মে ২০১৯

বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। আসন্ন এ বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়লেন বিরাট-ধোনিরা৷ বুধবার ভোরে মুম্বাই বিমানবন্দর থেকে লন্ডনের বিমান ধরল টিম ইন্ডিয়া৷

কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকা৷ আর ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে আরও কয়েকদিন পর৷ আগামী ৫ জুন টাইটানিকের শহর সাউদাম্পটনের রোজ বোলে বিরাটদেরও প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷

অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপের ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি৷ ক্যাপ্টেন হিসেবে প্রথম ও ক্রিকেটার হিসেবে তৃতীয় বিশ্বকাপে নামতে চলেছেন তিনি৷ এর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ খেলেছেন কোহলি৷ 

১৯৯২-এর পর বিশ্বকাপের নতুন ফরম্যাটকে চ্যালেঞ্জিং বলছেন ভারত অধিনায়ক৷ ১৯৯২-এর চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বিরাটরা মাঠে নামবে ১৬ জুন৷  

দীর্ঘ ২৭ বছর পর ফের বিশ্বকাপ ফিরেছে রাউন্ড-রবিন ফরম্যাটে৷ শেষবার এই ফরম্যাটে ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল ১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে৷ এই ফরম্যাটের বিশ্বকাপকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলছেন ভারত অধিনায়ক৷

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি