ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট ফিরে পেলেন সাকিব

প্রকাশিত : ২৩:৫৬, ২২ মে ২০১৯ | আপডেট: ০৮:৪৬, ২৩ মে ২০১৯

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর পেলেন সাকিব আল হাসান। আট মাস পর হারানো সিংহাসন ফিরে পেয়েছেন তিনি। রশিদ খানকে হটিয়ে আবারও আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন এই টাইগার ক্রিকেটার। 

আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের এক নাম্বার জায়গাটিকে নিজের সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন সাকিব। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের পর সাকিবকে সরিয়ে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেন আফগানিস্তানের রশিদ খান।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর সাকিবের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩৫৯। ৩৩৯ পয়েন্ট নিয়ে দ্ইুয়ে নেমে গেছেন রশিদ খান। আর ৩১৯ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছেন আরেক আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। এছাড়া টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন সাকিব। আর টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাকিংয়ের দ্বিতীয়তে আছেন তিনি।

বিশ্বকাপের ঠিক আগে সাকিব আল হাসান আবার নিজেকে তুলে নিলেন সবার ওপরে। আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে নিজেকে ফিরিয়ে বাংলাদেশ দলের মর্যাদা আবার বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের এ সহ-অধিনায়ক।

কেআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি