ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বিশ্বকাপে পাক-ভারত ম্যাচে বাড়তি নিরাপত্তা

প্রকাশিত : ১২:৫৬, ২৩ মে ২০১৯

পাকিস্তান-ভারত ম্যাচ মানেই বাড়তি কিছু। রাজনৈতিক ছাপ যেন দেশদুটির ক্রিকেটাঙ্গন থেকেও মুক্ত হয়নি। তাইতো আসন্ন বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচে নিরাপত্তায় মাঠে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

যেকোন উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরের। 

আর ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গড়াবে পাক-ভারত মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে আগ্রহের পাশাপাশি বিরাজ করছে তুমুল উত্তেজনা।

ইন্দো-পাক ম্যাচের ভেন্যুর দর্শক ধারণক্ষমতা মাত্র ২৫ হাজার। তবে দুই চিরশত্রুর লড়াই প্রত্যক্ষ করার জন্য আবেদন পড়ে প্রায় ৫ লাখ।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা মোতায়েন সত্ত্বেও স্টেডিয়ামের আশপাশে লোকজনের চলাফেরা নজরদারি করা হবে।

সেই উদ্দেশ্যে ব্রিটিশ পুলিশ স্থানীয় পাকিস্তানি-ভারতীয় সম্প্রদায়ের ভেরিফিকেশন সম্পূর্ণ করেছে। রাজনৈতিকভাবে চিরবৈরী দেশ দুটির মধ্যে সবসময় উত্তেজনা বিরাজ করে।

পাশাপাশি ইংল্যান্ডে রয়েছে বেশ কিছু পাকিস্তানি-ভারতীয় সম্প্রদায়। ফলে, যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশটির নিরাপত্তা বাহিনী।

আই//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি