ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যেসব আয়োজনে মনোমুগ্ধকর হবে বিশ্বকাপের উদ্বোধনী আসর

প্রকাশিত : ১১:৪৪, ২৯ মে ২০১৯ | আপডেট: ২৩:২০, ২৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

উত্তেজনায় কাঁপছে ক্রিকেট বিশ্ব। মূল পর্বে নামার আগে নিজেদের যত সম্ভব ঝালিয়ে নিয়েছে অংশগ্রহণকারী ১০ দল। ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে শিরোপার লড়াই। এর এক দিন আগে, অর্থাৎ আজ বুধবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে ক্রিকেটের সর্বোচ্চ আসরের। বাকিংহাম প্যালেসকে পেছনে রেখে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে প্রায় এক ঘণ্টার এ অনুষ্ঠান।

কয়েকজন বিখ্যাত মানুষের হাতে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নববধূর সাজে সাজবে নয়ানাভিরাম দ্য মল। সেখানে দর্শকদের জন্য রয়েছে চোখধাঁধানো সব অনুষ্ঠানমালা। নান্দনিক এ আয়োজনে থাকছে ক্রিকেট উদযাপন, সংগীত ও সংস্কৃতির দৃষ্টিনন্দন প্রদর্শনী। সব বয়সী রসিকরা এ থেকে বিনোদন পাবেন।

তবে উদ্বোধনী অনুষ্ঠানটি স্বচক্ষে বেশি দর্শক উপভোগ করতে পারবেন না। আইসিসি ফ্রি টিকিটে বিশ্বের চার হাজার ক্রিকেটপ্রেমী উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। অবশ্য টিকিট না পেলেও মন খারাপ করার কিছু নেই। কারণ বিশ্বের কোটি ক্রিকেট রোমান্টিক টিভিতে দেখতে পাবেন জাঁকালো এ অনুষ্ঠান।

সাধারণত বড় ক্রীড়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয় বিখ্যাত স্টেডিয়ামে। তবে এবার ভিন্ন পথে হেঁটেছেন ক্রিকেট বিশ্বকাপের আয়োজকরা। কারণ ইংল্যান্ডে সর্বশেষ বিশ্বকাপ হয়েছিল ১৯৯৯ সালে। সে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান লেজেগোবরে হয়েছিল বৃষ্টির কারণে। ক্রিকেট-তীর্থ লর্ডসের অনুষ্ঠানে বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছিল ফোটানোর জন্য আনা বাজিগুলোও। উদ্বোধনী অনুষ্ঠানটা প্রত্যাশামতো করতে না পারার দুঃখটা ভোলার কথা নয় আয়োজকদের। তাই এবার উদ্বোধনী অনুষ্ঠানটা আগের মতো করতে চাইছে না আয়োজকেরা।

ফলে ক্ষুদ্র পরিসরে হতে যাচ্ছে এবারের ‘ওপেনিং পার্টি’। ঐতিহাসিক লন্ডন মলে এ অনুষ্ঠানের যৌক্তিক কারণও আছে। যুগ যুগ ধরে ব্রিটিশদের ইতিহাস-ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে এটি। ইংল্যান্ডের বিশেষ কোনও অনুষ্ঠান কিংবা আয়োজন মানেই ভেন্যু দ্য মল। ক্রিকেটের বিশ্ব আসরের জন্য তাই এটিকেই বেছে নেওয়া হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি