ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার ইনজুরিতে তামিম ইকবাল

প্রকাশিত : ২২:৫৭, ৩১ মে ২০১৯

বিশ্বকাপের আগে দীর্ঘ হচ্ছে বাংলাদেশ দলে ইনজুরির মিছিল। অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পর এবার ইনজুরিতে পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অনুশীলনের সময় বাঁ- হাতে চোট পেয়েছেন তামিম। বিশ্বকাপ শুরুর আগে তামিমের ইনজুরি দুঃসংবাদ দিচ্ছে টাইগার শিবিরে।

শুক্রবার ইংল্যান্ডের ওভালে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় তামিম ইকবালের বাঁ-হাতে এসে বল আঘাত করে। চোট পাওয়ার পরই তিনি মাঠ ছেড়ে যান।

তামিম ইকবালের চোট কতোটা গুরুতর তা এখনও নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। এমআরআই রিপোর্টের পর বুঝা যাবে তার হাতের কি অবস্থা।

শুধু তামিম ইকবালই নন, বিশ্বকাপ শুরুর আগ থেকেই ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ। এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদরা।

প্রসঙ্গত, আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের কেনিংটন ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

এনএম/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি