ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত : ১২:৩২, ১ জুন ২০১৯

থাইল্যান্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ শনিবার মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষ থাইল্যান্ডের ঘরোয়া ফুটবলের ক্লাব বিজি পাথাম ইউনাইটেড। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। এজন্য থাইল্যান্ডের দশদিনের ক্যাম্প করছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রস্তুতির অংশ হিসেবে জেমি ডে’র শিষ্যদের জন্য প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফে।

প্রথম প্রীতি ম্যাচে এয়ারফোর্স ইউনাটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে জামাল ভূইঁয়ার দল। এবার প্রতিপক্ষ বিজি পাথাম ইউনাইটেড। এ ম্যাচে জয় দিয়ে প্রস্তুতি শেষ করতে চান বাংলাদেশ দলের প্রধান কোচ জিমি ডে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি