ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত : ১২:৩২, ১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

থাইল্যান্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ শনিবার মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষ থাইল্যান্ডের ঘরোয়া ফুটবলের ক্লাব বিজি পাথাম ইউনাইটেড। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। এজন্য থাইল্যান্ডের দশদিনের ক্যাম্প করছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রস্তুতির অংশ হিসেবে জেমি ডে’র শিষ্যদের জন্য প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফে।

প্রথম প্রীতি ম্যাচে এয়ারফোর্স ইউনাটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে জামাল ভূইঁয়ার দল। এবার প্রতিপক্ষ বিজি পাথাম ইউনাইটেড। এ ম্যাচে জয় দিয়ে প্রস্তুতি শেষ করতে চান বাংলাদেশ দলের প্রধান কোচ জিমি ডে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি