ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইংল্যান্ডকে ৩৪৯ রানের টার্গেট দিলো পাকিস্তান

প্রকাশিত : ১৯:৫৭, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

পরাজয়ের বৃত্তে আটকে থাকা পাকিস্তান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪৮ রানের বিশাল পাহাড় গড়েছে।

টানা ১১ ম্যাচে হেরে রীতিমতো সমালোচনারমুখে পড়া  পাকিস্তান তাদের ব্যাটিং নৈপুণ্যে ইংল্যান্ডের সামনে ৩৪৯ রানের বিশাল পাহাড় গড়ে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৮ রান সংগ্রহ করে পাকিস্তান।  

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। দলকে বড় সংগ্রহ এনে দিতে অনবদ্য ব্যাটিং করেন মোহাম্মদ হাফিজ।

ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্টব্রিজে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে উদ্বোধনী জুটিতে ১৪.১ ওভারে ৮২ রান করেন দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান।

৪০ বলে ৬টি চারের সাহায্যে ৩৬ রান করা পাকিস্তান ওপেনার ফখর জামান ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মঈন আলীর বলে স্ট্যাম্পিং হন।

এরপর ক্রিস ওকসের দুর্দান্ত ক্যাচে পরিণত ইমাম-উল-হক। মঈন আলীর বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন পাকিস্তানের ওপেনার। সাজঘরে ফেরার আগে ৫৮ বলে তিন চার ও এক ছক্কায় ৪৪ রান করেন ইমাম-উল।

দুর্দান্ত ব্যাটিং করে ফিফটি তুলে নেন বাবর আজম। পাকিস্তানের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেওয়ার পর মঈন আলীর তৃতীয় শিকারে পরিণত হন। তার আগে ৬৬ বলে ৪টি চার ও এক ছক্কায় ৬৩ রান করেন বাবর আজম। বাবরের মধ্য দিয়ে ৩২.৫ ওভারে ১৯৯ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দুর্দান্ত ব্যাটিং। টানা ১১ ম্যাচে হেরে যাওয়া পাকিস্তানের বিশ্বকাপ শুরু পরাজয় দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক হারে বেশ চাপে রয়েছে পাকিস্তান। ফলে, এ ম্যাচে জয় পেতে মরিয়া সরফরাজরা।  

 

আই// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি