ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইংল্যান্ড-পাকিস্তান ক্রিকেটারদের জরিমানা!

প্রকাশিত : ১৫:৩৫, ৪ জুন ২০১৯

ইংল্যান্ড ও পাকিস্তানের ক্রিকেটাররা জরিমানার কবলে পড়েছেন। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ইংলিশদের দুই তারকা জেসন রয় ও জোফরা আর্চার জরিমানার কবলে পড়েছেন। দুইজনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হয়েছে।

তাদের মধ্যে জেসন রয় পাকিস্তানের ইনিংসের ১৪তম ওভার চলাকালীন ‘অশ্রবণযোগ্য অশ্লীল’ গালি দেন। ইংল্যান্ডের এক খেলোয়াড় বাজে ফিল্ডিং করলে এমন মন্তব্য করেন তিনি।

অপরদিকে আর্চার ১০ ওভার বল করে বিনা উইকেটে দিয়েছেন ৭৯ রান। ২৭তম ওভারের সময় ওয়াইড দেওয়ার পর আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন তিনি।

তাদের উভয়কে ম্যাচ ফি জরিমানা দেওয়ার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পেলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তারা।

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকেও জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের কারণে তাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার সতীর্থদের ম্যাচ ফি কাটা হয়েছে ১০ শতাংশ করে।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি