ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের জয়ে অভিনন্দন জানিয়ে তোপের মুখে সানিয়া

প্রকাশিত : ১৩:০৭, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৩:৫০, ৫ জুন ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে ফেবারিট শক্তিশালী ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে তারা। আর এই জয়ের পর পাকিস্তান ক্রিকেট দলকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। আর এ কারণে ভারতের সমর্থকদের তোপের মুখে পড়েছেন তিনি। 

সানিয়া মির্জা টুইটারে লেখেন, ‘দারুণভাবে ফিরে আসার জন্য পাকিস্তান দলকে ধন্যবাদ। বরাবরের মতোই তারা আবারও নিজেদের অনিশ্চিত প্রমাণ করল। বিশ্বকাপ অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠল।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জার টুইটের কঠোর সমালোচনা করে ভারতীয় এক সমর্থক লেখেন- ‘১৬ জুনের আগে পাকিস্তান কেমন পারফর্ম করল দেখে লাভ নেই। কারণ ভারতের বিপক্ষে পাকিস্তানকে হারতেই হবে।’

অপর একজন লেখেন, ‘ভালোবাসা হয়তো সত্যিই অন্ধ হয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা দারুণ উপভোগ্য হবে।’

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ৩৪৮ রানের পাহাড় গড়ে ১৪ রানের কাঙ্খিত জয় পায় ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলটি। ও ম্যাচে ম্যাচ সেরা হন মোহাম্মদ হাফিজ।

সূত্র : কলকাতা ২৪

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি