ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ক্রিকেট টিমের ঈদ উদযাপন

প্রকাশিত : ১৩:৩৫, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৩:৫০, ৫ জুন ২০১৯

আজ বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঠিক যে সময় দেশের মানুষ ঈদ উদযাপন করছে, তখন বাংলাদেশ ক্রিকেট টিম রয়েছে ইংল্যান্ডে। সেখানে তারা বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। তবে ঈদ কিন্তু উদযাপন করেছে টাইগাররা। গতকাল মঙ্গলবার ইংল্যান্ডে ঈদ উদযাপিত হয়েছে। আর সেখানেই বাংলাদেশের ক্রিকেট টিম ঈদ উদযাপন করেছে। দলের সবাই মিলে নামাজও আদায় করেছে এদিন।

জানা গেছে, তারা  স্থানিয় রিজেন্ট পার্কের নিকটে বিখ্যাত সেন্ট্রাল মস্কো অব লন্ডনে গিয়ে নামাজ আদায় করে।

এ সময় তাদের সঙ্গে ছিলেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, নির্বাচক হাবিবুল বাশার ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

নামাজ শেষে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, বাড়তি নিরাপত্তা না নিলেও ক্রিকেটাররা মহা আনন্দে ও পবিত্রতা নিয়েই ঈদের নামাজ আদায় করেছেন। ক্রাইস্টচার্চের সেই ভয়াবহ ঘটনার কথা খেলোয়াড়দের মাথায় আসেনি।

তিনি বলেন, সকাল থেকেই সবাই খুশি ছিল বেশ, আমরা নিজেরাই হাই কমিশনের সাপোর্ট নিয়ে নামাজ পড়েছি।

তবে নিরাপত্তা বিষয়ে যে কাজটি করা হয়েছে সে বিষয়ে সুজন বলেন, ‘ক্রিকেটারদের জন্য একেবারে আলাদা একটা জায়গা করে দেয়া হয়েছে। বাংলাদেশ দল যেখানে নামাজ পড়েছেন সেখানে আর কারো জায়গা দেয়া হয়নি।’ 

এদিকে দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের তো ঈদ এখানেই। খেলাই আমাদের ঈদ। আপনারা ঈদ করুন। দোয়া করবেন আমাদের জন্য।’

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি