ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ১৭:০৯, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৯:৩৪, ৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

জয়ের খরায় ভুগতে থাকা দক্ষিণ আফ্রিকা নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়েছে। ইনজুরি কাটিয়ে ওঠা অভিজ্ঞ হাশেম হামলা এদিন দাঁড়াতেই পারেননি। জাসপ্রীত বুমরার বলে রহিত শার্মাকে ক্যাচ দিয়ে ৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন। অপর ওপেনার কুইন্টন ডিককের অবস্থাও একই। আমলা ফেরার পরপরই ১৯ বলে ১০ রান করে আউট হন তিনি। আর চাহালের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক ডু প্লেসি ও রিশি ভেন দার।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০ ওভারে ৪ উইকেটে ৮০ রান। ক্রিজে ডেভিট মিলার ৪ বলে ২ এবং জেপি ডুমিনি ১ বলে ১ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বুধবার ইংল্যান্ডের সাউদাম্পটনে বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়েছে।

চলতি বিশ্বকাপে এর আগে দুই ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটি।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে ৩৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে হেরে যায়। আজ নিজেদের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ আফ্রিকানদের।

অন্যদিকে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে।
বিশ্বকাপে এর আগে চার ম্যাচে মুখোমুখি হয় দুই দল। আগের সাক্ষাতে তিন ম্যাচে জয় পায় দক্ষিণ আফ্রিকা। আর এক ম্যাচে জয় পায় ভারত।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, রিশি ভেন দার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, অ্যান্ডিল ফেহালুকাওয়ে, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, তাব্রিজ শাসম ও ইমরান তাহির।
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জুযবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ।

আই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি