ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশকে নিয়ে চাপে ইংল্যান্ড

প্রকাশিত : ১৪:১৮, ৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

চলমান বিশ্বকাপ ক্রিকেটে আজ শনিবার বিকালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচ নিয়ে বেশ চাপেই আছে ইংলিশরা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে স্বাগতিকরা। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় তারা। শ্বাসরূদ্ধকর ম্যাচে ১৪ রানে পরাজিত হয় ইংলিশরা। ফলে ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে দলটি। এ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ টুর্নামেন্টের ডার্ক হর্স বাংলাদেশ।

স্বভাবতই নিজেদের তৃতীয় ম্যাচে জয় চায় মরগান বাহিনী। ইতিমধ্যে রণকৌশল সাজিয়ে ফেলেছে তারা।

শুক্রবার সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক মরগান জানান, বাংলাদেশের হুমকি মোকাবেলায় তার দল প্রস্তুত।

মরগান বলেন, দুর্দান্ত জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করলেও বাংলাদেশের কাছে যদি হেরেও যায় তাতে অবাক হওয়ার কিছুই নেই।

তিনি বলেন, ‘ওরা একটা হুমকি। তবে আশা করি, আমরা ভালো খেলতে পারব আর ওদের হারাতে পারব। ওদের সবচেয়ে শক্তির জায়গাগুলো আমাদের জন্য হুমকি। ওরা ব্যাটিংয়ে ভালো। ওদের টপ অর্ডার বেশ শক্তিশালী। ওদের ভালো স্পিনার আর ভালো পেসার আছে। তাই ওরা ভালো একটি দল।’

শনিবারের ম্যাচটা কঠিন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা ভালো একটি দল। আমার মনে হয়, মানুষ ওদের খাটো করে দেখে। অবশ্যই আমরা তা করি না। ওরা এমন একটা দল যারা প্রচুর ক্রিকেট খেলে। বিশেষ করে ওদের সিনিয়র ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলেছে, এমনকি আমাদের সিনিয়র ক্রিকেটারদের চেয়েও বেশি।’

বাংলাদেশ যে ক্রমেই উন্নতি করছে তা খুব ভালো করে জানেন ওয়েন মরগান। মাশরাফি বিন মুর্তজার দলকে তাই হুমকি হিসেবে দেখছেন ইংল্যান্ড অধিনায়ক।

সতীর্থদের সতর্ক করে বলেছেন, সামনে অপেক্ষা করছে কঠিন এক লড়াই।

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ/লিয়াম প্লাংকেট ও মার্ক উড।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি