ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৫:০৮, ৮ জুন ২০১৯ | আপডেট: ১৭:১৮, ৮ জুন ২০১৯

বিশ্বকাপের ১২তম আর নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাশরাফিরা।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা ম্যাচটি শুরু হবে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে টাইগাররা। পরের ম্যাচে শক্তিশালী কিউইদের কাছে ২ উইকেটে হারে সাকিব-তামিমরা। ওই ম্যাচে হারলেও টাইগারদের জন্য বেশকিছু প্রাপ্তির ছিল। নিউজিল্যান্ডও খেলা শেষে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছে।

অন্যদিকে, এবারের আসরের অন্যতম ফেভারিট স্বাগতিক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেও পাকিস্তানের কাছে হেরে কিছুটা চাপে ইংল্যান্ড।

চার বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অ্যাডিলেডে ইংলিশদের হারিয়েছিল বাংলাদেশ। রুবেল হোসেনের বোলিং তোপে সে ম্যাচে ১৫ রানে জিতেছিল টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে ওই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ।

অ্যাডিলেডের প্রেরণার সঙ্গে সোফিয়া গার্ডেনসের দুই জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ নিশ্চিত ভাবেই আত্মবিশ্বাসী। কার্ডিফে বাংলাদেশের সঙ্গে কাকতালীয়ভাবে দুটি বিষয় মিলে গেছে। একটি হলো জুন মাস, অন্যটি ৫ উইকেটের জয়। এখানে জয় পাওয়া দুটো ম্যাচই ছিল জুনে। আর ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ের পর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

এছাড়া গত দুই বিশ্বকাপে বাংলাদেশের কাছে পর্যদুস্ত হয়েছে ইংলিশরা। ফলে, অনেকটা চাপ নিয়েই মাঠ নামবে তারা। আর বাংলাদেশের সুযোগ টানা তিন ম্যাচ জিতে হ্যাট্রিক করা।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ :

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।

আই/এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি